অধ্যক্ষ বাণী: বিভাগীয় জেলা শহর রাজশাহীর অদূরে উত্তর দিকে মাত্র ২৪ কিলোমিটার দূরত্বে মোহনপুর উপজেলায় এক মনোরম প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত সুবিশাল ক্যাম্পাসে মোহনপুর কলেজটি অবস্থিত। কলেজটি মোহনপুর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ। ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর অনেক চড়াই উৎরাই পেরিয়ে কলেজটি উচ্চ মাধ্যমিক ছাড়াও স্নাতক(পাস) ও স্নাতক( সম্মান) শ্রেনীতে পাঠ দানের সক্ষমতা অর্জন করেছে।শুধু শ্রেনী শাখায়’ই নয় কলেজটির ফলাফল ও তার বিশালত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে।কলেজটির এই সাফল্য আমাদের স্মরণ করিয়ে দেয় সেইসব জ্ঞানীগুণী ও মহান ব্যক্তিত্বদের যাদের চেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্মরণ করিয়ে দেয় সেইসব মহান শিক্ষকদের যারা কলেজটিকে এই পর্যায়ে আনার জন্য তাঁদের মেধা,নিষ্ঠা ও শ্রম ব্যয় করেছেন। কলেজটিকে জাতীয়করণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করানোর সক্ষমতা অর্জন করায় অত্র উপজেলার কৃতি সন্তান মাননীয় সংসদ সদস্য জনাব আয়েন উদ্দিন এম,পি মহোদয়। কলেজটি সল্প সংখ্যক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে স্বীকৃতী প্রাপ্ত। আজ এই কলেজটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে
রূপান্তরিত হয়েছে। এর প্রতিটি রূপান্তর আমার অন্তর আত্মাকে স্পর্শ করে হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি কলেজটিতে আমরা ওয়েব সাইট( web site) চালু করেছি,এর ফলে কলেজের সকল শুভানুধ্যায়ী, প্রাক্তন ও বর্তমান ছাত্র/ ছাত্রী তাঁদের প্রিয় এ প্রতিষ্ঠানটির সাথে সহজেই যোগাযোগ রক্ষা করতে সক্ষম হবেন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরাও অংশগ্রহণে সক্ষম হবো। ওয়েব সাইটটিকে তথ্য নির্ভর আপটুডেট রাখতে আমরা সচেষ্ট থাকবো। ওয়েব সাইটটি ভিজিট করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
জনাব শেখ মোঃ বানী ইয়ামিন বখতিয়ার
অধ্যক্ষ
মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ, মোহনপুর, রাজশাহী।