বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
মোহনপুর কলেজ ইউনিট, রাজশাহী।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) গৌরবময় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সুশৃংখল, সুসজ্জিত ও সেচ্ছাসেবামূলক একটি সংগঠন।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মূলমন্ত্র: জ্ঞান, শৃঙ্খলা ও একতা।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ
- যুব সমাজের নৈতিক চরিত্রের উন্নতি সাধন,তাদের মধ্যে নেতৃত্বের গুনাবলীর বিকাশ, দেশের কাজে ত্যাগের মনোভাব গঠন ও সর্বোপরি ছাত্র ও ছাত্রীদের মধ্যে ভাতৃত্ববোধ গড়ে তোলা।
- ছাত্র ও ছাত্রীদের সামরিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রতিরক্ষার কাজে উৎসাহ ও উদ্দীপনা যোগানো।
- জাতীয় উন্নয়ন মূলক কর্মকান্ড এবং দুর্যোগের সময় সুশৃঙ্খল সেচ্ছাসেবক বাহিনী হিসাবে গড়ে তোলা।
- বহিঃশত্রম্নর আক্রমনের প্রেক্ষিতে দ্বিতীয় সারির প্রতিরোধ বাহিনী হিসাবে গড়ে তোলা।
- নেতৃত্ব দানের সক্ষম নেতৃত্বের সংরক্ষণ হিসাবে গড়ে তোলা।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সমাজ সেবা মূলক কর্মকান্ডঃ
- শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে সহায়তা প্রদান।
- বন্যা দূর্গত মানুসের মাঝে ত্রান বিতরনে সহায়তা প্রদান।
- জাতীয় টিকাদান কর্মসূচীতে সহায়তা প্রদান।
- মাদক বিরোধী প্রচারণা।
- বৃক্ষ রোপন।
- ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান।
- ইত্যাদি।
সার্বিক তত্ত্বাবধায়নঃ
জনাব , অধ্যক্ষ , মোহনপুর কলেজ, রাজশাহী।
বিএনসিসি অফিস-এর সামরিক অফিসারঃ
মো., মেজর ও এ্যাডজুটেন্ট, মহাস্থান ব্যাটালিয়ন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), শালবাগান, রাজশাহী
মোহনপুর কলেজ, রাজশাহী-এর দায়িত্বপ্রাপ্ত অফিসারঃ
জনাব মোঃ , প্রভাষক, … বিভাগ পদবীঃ প্লাটুন কমান্ডার (PUO)
সামরিক স্টাফঃ
জনাব , পদবীঃ কর্পোরাল (বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়োগপ্রাপ্ত তবে যে কোন সময় পরিবর্তনযোগ্য)
ক্যাডেট বাছাই প্রক্রিয়াঃ
- একাদশ ১ম বর্ষ, ডিগ্রী (পাস) কোর্স ১ম বর্ষ ও অনার্স ১ম বর্ষের ( সকল বিভাগের ) ছাত্ররা ক্যাডেট হিসেবে ভর্তি হতে পারে (যেহেতু অত্র কলেজে পুরম্নষ পস্নাটুনের অনুমোদন রয়েছে ) ।
- ক্যাডেট শীপের মেয়াদ একাদশ শেণির জন্য ০২ (দুই) বৎসর এবং ডিগ্রী (পাস) ও অনার্স কোর্সের জন্য ০৩ (তিন) বৎসর যাহা বিভিন্ন প্রশিক্ষণ (কিছুকিছু ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে) সফলভাবে সম্পন্ন করার পর তাদের সনদপত্র প্রদান করা হয়ে থাকে।
- বিএনসিসি পস্নাটুনের প্রাধিকারের ভিত্তিতে প্রতি বছর জুলাই থেকে আগস্ট মাসে ছাত্রদের ক্যাডেট হিসাবে ভর্তি করা হয়। পস্নাটুনে/ শিা প্রতিষ্ঠানে ছাত্রদের ক্যাডেট হিসাবে ভর্তির সার্বিক দায়িত্ব প্রতিষ্ঠানে বিএনসিসি কর্তৃক নিয়োজিত সামরিক প্রশিক্ষকের সহায়তায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত অফিসার (PUO) করে থাকেন।
- আবেদনপত্র জমা দেয়ার পর নির্ধারিত তারিখে অত্র কলেজে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা, ২০ নম্বরের মৌখিক পরীক্ষাসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা গ্রহণ করতঃ সিভিল সার্জন/ মেডিকেল অফিসার কর্তক চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পর ফলাফল ঘোষনা করে মেধাক্রম অনুযায়ী ক্যাডেট মনোনয়ন দেয়া হয়।
- লিখিত পরীক্য় উত্তীর্ণ সাপেÿÿ যাদের উচ্চতা ৫.৬ ইঞ্চির উপরে, যারা খেলাধুলায় পারদর্শী, যারা সাংস্কৃতিক চর্চা এবং বিতর্কে পারদর্শী তাদের অগ্রাধিকার প্রদান করা হয়।
- ক্যাডেট মনোনয়নের পত্রে কোন ধরনের সুপারিশ/তদবির ক্যাডেট ভর্তির অযোগ্যতা বলে বিবেচিত হয়।
- ক্যডেট মনোনয়নের পত্রে সকল ÿমতা কর্তৃপÿ সংরÿণ করেন।
প্রশিক্ষণঃ
সপ্তাহে ০২ (দুই) দিন দায়িত্বপ্রাপ্ত অফিসার ও সামরিক স্টাফ-এর উপস্থিতিতে অত্র কলেজে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সুবিধাদিঃ
- বিএনসিসি ক্যাডেটগণ যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্তির জন্য প্রথমিক নির্বাচনী পরীÿায় উত্তীর্ণ হওয়া সাপেÿÿ সরাসরি আইএসএসবি পরীÿায় যাওয়ার সুযোগ পেয়ে থাকে।
- বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের ÿÿত্রে বিএনসিসি ক্যাডেটদের জন্য আলাদা কোটা বরাদ্দ থাকে এবং বিএনসিসি ক্যাডেটগণকে পৃথক ভাবে নির্বাচন করা হয়।
- বিএনসিসি ক্যাডেটগণ জাতীয় প্যারেড থেকে শুরম্ন করে বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ করে থাকে।
- বিএনসিসি ক্যাডেটগণ ক্যাপসুল প্রশিÿণ,বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথ শীতকালীন প্রশিক্ষণ, বাৎসরিক প্রশিক্ষণ,এ্যাডভান্সট লিডারশীপ প্রশিক্ষণ, জাতীয় প্যারেড থেকে শুরম্ন করে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে থাকে যা তাদের বিভিন্ন ÿÿত্রে কাজে লাগে।
- বিনা খরচে ক্যাডেটদের কম্পিউটার ও ইংরেজি ভাষার উপর প্রশিÿণ দেয়া হয়।
- মেধাবী ক্যাডেটদের বাৎসরিক উপবৃত্তি প্রদান করা হয়।
- সরকারি ব্যবস্থাপনায় বিদেশ ভ্রমণের (ভারত, শ্রীলঙ্কা, ও মালদ্বীপ) সুবিধা।
- অন্যান্য।