Welcome to the department of "Geography & Environment"
কর্মরত শিক্ষকবৃন্দের তালিকাঃ
বিভাগীয় প্রধানের বাণী
রাজশাহী জেলাধীন ও মোহনপুর উপজেলা সদরে অবস্থিত রাজশাহী-নওগাঁ মহাসড়কের পার্শ্বে ১৯৬৯ সালে যাঁরা অকান্ত পরিশ্রম করে, জমিদান করে ও অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে মোহনপুরের একমাত্র মোহনপুর সরকারি কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন সেই সকল গুনিজনকে আমি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অত্র কলেজের গর্ভনিং বডির বর্তমান সভাপতি জনাব মোঃ আয়েন উদ্দিন, সংসদ সদস্য-৫৪, রাজশাহী-৩, পবা-মোহনপুর কে ও বর্তমান অধ্যক্ষ জনাব মফিজ উদ্দিন কবিরাজকে যাঁদের একান্ত প্রচেষ্টায় কলেজটি জাতীয়করন হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। এই কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক, ¯œাতক(পাস)এবং ভূগোল সহ ০৭টি বিষয়ে ¯œাতক(সম্মান) শ্রেনী পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা রয়েছে। অত্র কলেজে ভূগোল ও পরিবেশ বিষয়টি ২০১১ সালে সম্মান শ্রেনীতে অধিভূক্ত হওয়ায় আমি অত্যান্ত আনন্দিত। সমাজ তথা দেশের উন্নয়ন ও কল্যানের জন্য দক্ষ ও অভিজ্ঞ জনসম্পদ গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। এ লক্ষ্যে অত্র কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-কর্মচারীগন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন সহ ছাত্র/ছাত্রীদের মানসম্মত পাঠদানের প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রত্যাশা অত্র কলেজটিতে আগামীতে মাস্টার্স(পূর্বভাগ) পর্যায়ে পাঠদানের অনুমোদন পাবে। ভূগোল ও পরিবেশ বিভাগের সার্বিক উন্নয়নের জন্য অত্র বিভাগের অধ্যাপক মন্ডলী গন বদ্ধপরিকর। এ লক্ষ্যে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের সহযোগীতা আমাদের পাথেয়। ভূগোল ও পরিবেশ বিভাগকে আরোও সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য অত্র কলেজের গভর্নিং বডি, ছাত্র/ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অত্র এলাকার গুনিজন সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। পরিশেষে মোহনপুর সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র/ছাত্রী সহ সকলের কল্যান কামনা করছি।
মোঃ আফতাব উদ্দিন প্রামানিক সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ভূগোল ও পরিবেশ বিভাগ মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ মোহনপুর, রাজশাহী।