• # জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অত্র মোহনপুর সরকারি কলেজে, কলেজ কোডঃ ২৫১৬, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয়ে ভর্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৪/০৮/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত স্ব-শরীরে অথবা ইমেইলে(modc.mr@gmail.com) ভর্তির প্রাথমিক আবেদন ফরম অত্র কলেজে জমা প্রদান করা যাবে। ভর্তি সংক্রান্ত সকল ধরনের তথ্যের আপডেট জানতে Mohanpur Govt. College এর ফেসবুক পেজ এ ভিজিট করুন ।
  • # = বিজ্ঞপ্তি = এতদ্বারা মোহনপুর সরকারি কলেজের 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সমন্বিত উপবৃত্তির জন্য আবেদন ফরম গ্রহন অফিস চলাকালীন সময়ে আগামী 01/04/2021 তারিখ পর্যন্ত চলবে। আদেশক্রমে কলেজ কর্তৃপক্ষ।
  • # মোহনপুর সরকারি কলেজ সম্পূর্নরূপে ‘সি.সি ক্যামেরার’ আওতাভুক্ত। কর্তৃপক্ষ
  • # মোহনপুর সরকারি কলেজ, মোহনপুর, রাজশাহী 2019-2020 শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদনের সময় সূচী: মোহনপুর সরকারি কলেজে ০৭ টি বিষয়ে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান 2019-2020 শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন আগামী 01 সেপ্টেম্বর 2019 তারিখ থেকে 15 সেপ্টেম্বর 2019 তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিদিষ্ট ওয়েবসাইটের ( www.nu .ac.bd/admissions) মাধ্যমে কার্যক্রম চলবে। যে কোন তথ্যের জন্য (ভর্তি সংক্রান্ত) অত্র কলেজে যোগাযোগ করুন। তথ্য বিবরনী মোহনপুর সরকারি কলেজ, মোহনপুর, রাজশাহী।

কলেজ প্রতিষ্ঠার ইতিহাস

রাজশাহী-নওগাঁ মহাসড়কের পার্শ্বে অবস্থিত মোহনপুর সরকারি ডিগ্রি  কলেজ একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। ১৯৬৯ সালে অকান্ত পরিশ্রমের ফলস্বরুপ:১৯৭০ সালে অত্র কলেজটি প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকেই জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরস্তর ভূমিকা রেখে চলেছে। মোহনপুর উপজেলার অনেক মনীষী, পন্ডিত ও কৃতবিদ্য শিক্ষক যেমন প্রতিষ্ঠানটিকে আলোকিত করেছেন,তেমনি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জার্তিক অঙ্গনে রেখেছেন কৃতীর স্বাক্ষর।
প্রতিষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধে ও গৌরবময় ভূমিকা রেখেছেন। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি নিরলসভাবে শিক্ষা দান করে আসছে।

এই কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা), স্নাতক (পাস)এবং  ০৭টি বিষয়ে স্নাতক(সম্মান) শ্রেনী পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা রয়েছে। ২৬ মে, ২০১৫ তারিখে এই কলেজ জাতীয়করণ ঘোষিত হয় । 

 

আরও পড়ুন

Academic Info

এই কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা), স্নাতক (পাস)এবং  ০৭টি বিষয়ে স্নাতক(সম্মান) শ্রেনী পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা রয়েছে। 

বিদ্যমান কোর্স, উচ্চমাধ্যমিক, ডিগ্রি(পাস),অনার্স ও  উচ্চমাধ্যমিকের শাখা তিনটি (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)

পঠিত বিষয়সমূহঃ

  1. বাংলা , ইংরেজি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি( আবশ্যিক)
  2. (বিজ্ঞানঃ পদার্থ, রসায়ন, গণিত, জীববিদ্যা)
  3. (মানবিকঃ অর্থনীতি, পৌরনীতি,যুক্তিবিদ্যা, ইতিহাস, ই.ইতিহাস, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান)
  4. (ব্যবসায় শিক্ষাঃ হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্য. উৎপাদন বিপনণ ও ব্যবস্থাপনা , অর্থনীতি),

অনার্সের সংক্ষিপ্ত বিবরণঃ ৭টি বিষয়ে অনার্স চালু আছে। (বাংলা,  রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা,হিসাববিজ্ঞান )

Students Info

এই কলেজে বর্তমানে মোট ছাত্র-ছাত্রী নিয়মিত ও অনিয়মিত সেশনসহ – ৫০০০।  বিদ্যমান কোর্স, উচ্চমাধ্যমিক, ডিগ্রি(পাস),অনার্স, উচ্চ মাধ্যমিকের  শাখা, তিনটি (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)