রাজশাহী-নওগাঁ মহাসড়কের পার্শ্বে অবস্থিত মোহনপুর কলেজ একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। ১৯৬৯ সালে অকান্ত পরিশ্রমের ফলস্বরুপ:১৯৭০ সালে অত্র কলেজটি প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকেই জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরস্তর ভূমিকা রেখে চলেছে। মোহনপুর উপজেলার অনেক মনীষী, পন্ডিত ও কৃতবিদ্য শিক্ষক যেমন প্রতিষ্ঠানটিকে আলোকিত করেছেন,তেমনি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জার্তিক অঙ্গনে রেখেছেন কৃতীর স্বাক্ষর।
প্রতিষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধে ও গৌরবময় ভূমিকা রেখেছেন। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি নিরলসভাবে শিক্ষা দান করে আসছে।
এই কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা), স্নাতক (পাস)এবং ০৬টি বিষয়ে স্নাতক(সম্মান) শ্রেনী পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা রয়েছে। ২৬ মে, ২০১৫ তারিখে এই কলেজ জাতীয়করণ ঘোষিত হয় ।